ভালো কাজে সুনাম জোটে
সবাই তারে মানে
মন্দ কাজে কুৎসা রটে
লোকে খারাপ জানে।
ভালো হতে চাও কী বলো?
একটু তবে- সমঝে চলো!
পাপ-পূণ্যের বিভেদ শেখো
আছে তা কুরআনে!
বিনয়ী হও সবার আগে
দুঃখ রেখে নিজের ভাগে
সুখ-আনন্দ বিলিয়ে দাও
মানবতার টানে!
ধর্ম মেনে কর্ম করো
জ্ঞানে এবং গুণে-
অবাক হবে বিশ্ববাসী
তোমার কথা শুনে!