একটি খোকা জন্মেছিলন-  
টুঙ্গিপাড়া গ্রামে।
ছোট্ট থেকে স্বাধীন চেতা
আপনগুণে দেশের নেতা।
চিনে ছিলেন সবাই তাঁকে-  
বঙ্গবন্ধু নামে।


জানে স’বে- হয় না এমন
দুঃসাহসী ছেলে!
নৈরাজ্য করতে বিকল
পরাধীনের ছিঁড়তে শিকল-
এক জীবনে বারে বারে
গেছেন তিনি জেলে।


একাত্তরের সাতই মার্চে
দিলেন এমন ভাষণ
গোটা জাতি উঠলো নড়ে
আনবে স্বাধীন যুদ্ধ করে
এক নিমিষেই টলেছিলো-
দুঃশাসকের আসন।


মাত্র ন’ মাস যুদ্ধ শেষে
আনলো স্বাধীনতা।
বাঙালিদের এমন স্বজন-
অবাক দেখেন বিশ্বভূবন!
যতোই লিখি শেষ হবে না-
বঙ্গবন্ধুর কথা।