ভালোবাসার মূল্য সেতো
ভালোবাসাই হয়
এমন ভেবে মুজিব ছিলেন
আকুত নির্ভয়!
কিন্তু... জাতির কুলাঙ্গারে-
স্বীয় পিতার প্রাণটা কাড়ে
পঁচাত্তরের পনের আগষ্ট
ঘটে সে বিস্ময়!


তখন আমার বয়স কতো?
দশের বেশী নয়!
খবর শুনে- আকাশ দেখি
রক্তে রক্তময়!
বুকের ভেতর জ্বলে আগুন
খুনের বদল চেয়েছি খুন!
সেটাই ছিল আমার কাছে
সংগত, নিশ্চয়!!