বুকের ভেতর সুখের পাখি
গায় না সুরে গান
তলিয়ে গেছে অথৈ জলে
মাঠের পাকা ধান।


জলের নীচে ঘর-গিরস্তি
হায়রে নিঠুর বান
তৃষ্ণা-ক্ষুধা নেই নিবারণ
ওষ্ঠাগত প্রাণ।।


সকাল বিকাল কৃপা মাগি
রহিম রহমান!
দয়ার সাগর তুমি মাবুদ
দেখাও তোমার শান।


দূর করে দাও দুর্যোগীদিন
জীবন-মরন টান
দুহাত তুলে কাঁদছে তোমার
প্রিয় মুসলমান।