( ১৬.০৫.১৮ তারিখে আসরে প্রকাশিত "বাঁচতে হয়" কবিতাটি পাঠ শেষে আমার অনুভূতির সামান্য কথাকাব্য। কবি বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়-কে সম্মানের সহিত নিবেদন করলাম)


বাঁচতে হয়-
বাঁচার জন্য কতো কিছুই
সাজতে হয়!


কখনো ভন্ড, কখনো সাধু-
কখনো সত্য, কখনো যাদু
আজব-গুজব কতো খেলা-
বাঁচার জন্য জগতময়!


বাঁচতে হয়-
বাঁচার জন্য কারো আঙুলে
নাচতে হয়!
_________১৬.০৫.১৮