গবেষক ইয়াসিন, নজরুল ও নুরু
বেগুনের গুণ নিয়ে আলোচনা শুরু।
নুরু বলে বেগুনের নামটাই ফানি
ওর কোন গুণ নেই আছে চুলকানি।


বাধা দিয়ে বলে ওঠে তখন ইয়াসিন
‘জানিস না বেগুনে যে কত ভিটামিন!
এ, সি ,ই, কে যায় পাওয়া আর-
হজমেরও উপকারী এর ফাইবার।
আরো পাওয়া যায় এতে রিবোফ্ল্যাভিন’
বৈঠকে জোর দিয়ে বলে ইয়াসিন।


‘মানলাম তোর কথা’- বলে নজরুল
‘নুরু যেটা বলেছে তাই কিরে ভুল?’


‘ভুল নয়, কারো কারো হয় এলার্জি
তাই বলে গুণ তার বৃথা যাবে কি?
বেগুনের ক্যালসিয়াম-ম্যাগনেসিয়াম
হাড় ও দাঁত মজবুত করা তার কাম!’


নুরু বলে- তবে তো খেতে নাই দোষ
যার হয় এলার্জি- করুক আফসোস।।