দেখে দীক্ষা!
  শিখে শিক্ষা!
    ত্যাগ তিতিক্ষার ঈদে!
হাজার ক্ষত-
  কাঁটার মতো
   "পবিত্র" তায় বিঁধে!


কুরবানী কি?
  তা জানি কি?
     বান্দার আন্ধা খেলা!
সুযোগ পেয়ে,
  দেখছি চেয়ে,
    বেশ জমেছে মেলা!


মনের বাটে-
  জাবর কাঁটে
    দাম্ভিকতার উট;
পূণ্যে হাওয়া',
   গোশস্ত খাওয়া,
     সেই আয়োজন ঝুট।।