(আমার বড়ো দাদা কবি সঞ্জয় কর্মকারকে
উদ্দেশ্য করে লেখা, তাঁকেই নিবেদন করা হলো)


হা-হা হা-হা  হি-হি হি-হি
হাসছি বড়ো দাদা
খবর পেলুম আমার সে বউ
তোমার নাকি রাধা!


বি’ হয়েছে ? কি হয়েছে ?
তোমার যখন সাধা-
ঠিক আছে গো- করো না পোঁ
নিলাম আধা আধা।


সারা জনম ভাবলে তো সেই-
বোকা এবং গাধা,
বিনিময়ে দরাজ হাতেই
দিয়ে গেলাম চাঁদা!


না না আজি শুনবো না গো
তোমার কোন বাধা-
ভাগের এ প্রেম সমান সমান
থাকুক হাসা-কাঁদা!!