অভাবের সংসারে-   টানাটানি রোজ,
আধাপেট খেয়ে বাঁচা কে রাখে খোঁজ।
জোটেনা কখনও কোন সরকারি দান-
মেম্বারে নাম লিখে- পাইনা তো ত্রাণ।
করোনায় রুজি গেছে, ছোট ইনকাম,
উল্টোই রোজ বাড়ে- জিনিসের দাম।
দামেঘামে বেঁচে থাকা, থাকতেই হয়,
চোখ বুজে, নাক গুজে,  যতটুকু সয়!
রয়ে সয়ে ভাল থাকা, যদি বলি তাই-
ভাল আছি, খুব ভাল, অভিযোগ নাই!