অ-তে তুমি ‘‘অমানুষ’’ হতে পারো,
কেউবা তাতে প্রেরণা যোগাবে আরো,
বলবে- "লুটো, অন্যের ধন কাড়ো"
অমানবিকতায় অতীতের সব ছাড়ো!


যদি তোমার না থাকে বিবেক-বোধ,
মনের পশুকে করতে না পারো রোধ,
অকারণে তুমি দেখাও হিংসা, ক্রোধ,
এমনও ভাবো- লইছি প্রতিশোধ!


তা’হলে তোমার এপার ওপার শেষ,
শান্তি-পায়রা উড়বে নিরুদ্দেশ,
জীবন জুড়ে থাকবে- দুঃখ-ক্লেশ,
ভৎসনা দেবে তোমায় জাতি ও দেশ।