.          চারদিকে গোলমাল
           এ টানে- ওর মাল
জোৎচুরি, সঠকতা, আরো কতো ফাঁকি!
এর মাঝে ‘ভালো’ আমি কী করে থাকি?


          নেশাভাঙে হুশ-খোর
.         অপিসেতে ঘুষখোর!
নগদে বেসাত কিনি; বাড়ে তবু বাকি!
এর মাঝে ‘ভালো’ আমি কী করে থাকি?


         ঘরে নেই চাল-ডাল
         করোনায় বেসামাল-
বারে বারে হাত ধুই স্যানিটাইজও মাখি!
এর মাঝে ‘ভালো’ আমি কী করে থাকি?


           কেটে যাবে দুর্যোগ
          পারি দিবো দুর্ভোগ
রোজ রোজ স্বপ্নটা...করি আঁকা-আঁকি!
এই যদি ভালো থাকা,‘হ্যা ভালো থাকি’!
..