সত্যিকারের ভালোবাসার বোধ-
মুছতে পারে হিংসা ঘৃণা ক্রোধ!
ঠেলতে পারে অমানিশার কালো-
জ্বালতে পারে ভূবনজয়ী আলো!