লোভ-লালসায় আমরা মানুষ
ভুল তো কিছু হবে
এই জীবনে ভুল করেনি-
কেউ কি ছিল? কবে?
ভুলের থেকে শিক্ষা যে লয়
তার ভুল হয় কম
নির্বোধেরাই চলার পথে-  
ভুল করে হরদম।


ভুলে ভুলে কারো জীবন
দুখের স্রোতে ভাসে
কেউবা আবার সধরে নিয়ে
কুলে ফিরে আসে।


আমরা মানুষ ভুল হওয়াটা
অস্বাভাবিক নয়
কিন্তু সেটাই বুঝতে হবে
ভুল যেন কম হয়।
কম ভুলের মানুষগুলোই
লক্ষ্যে যেতে পারে
শিক্ষা নেয়ার হয় না বয়স-  
মনে রেখো তারে।।


বিঃদ্রঃ
ভুল করেনি একজন আছেন,,
অতি মানব তিনি-
রাসুল (সঃ) বলে আমরা যাঁকে
এই ধরাতে চিনি।