সতেজ প্রভাত, দীপ্ত দুপুর
সব পিছনে ফেলে-
সূর্য পটে
সন্ধ্যা যখন
তখন তুমি এলে!

রূঢ় জীবন কাটিয়ে দিলাম
তোমার ওপথ চেয়ে,
বোধে খরা
কি করবো আজ
তোমায় কাছে পেয়ে!

## ৩০ সেপ্টেম্বর ২০১৯, লালমনিরহাট ##