একান্তমনে চেয়েছি তো সেই
তুমি-ই উপরে ওঠো,
তোমার জন্য নিজেকে আমি
করেছি কেবল ছোট।


ছোট হতে হতে আমি যখন
ধুলোয় যাচ্ছি মিশে,
তখনই তুমি বোধটা দিলে
তফাত কোথায়? কিসে?


সেই আশীর্বাদ তবুও করি-
উপরে ওঠো আরও।
এখন তোমায় নেই প্রয়োজন
আমার মতো কারও!