ঝুট-ঝামেলা সইছি কতোই
কইছি না তো কথা!
‘হা’ করলেই মান-অপমান
জুটছে যথা-তথা!
কোথায় স্বাধীনতা?


সত্য-ন্যায়ের মূল্যটা কই?
মিথ্যা করে বড়াই
গায়ের জোরে কেউ বা বাঁধান
অকাংখিত লড়াই!
লড়তে আমি ডরাই!


আসবে সুদিন আশায় থাকি
হবে সকল রোধ-
এই সমাজে থাকবে না আর
হিংসা, ঘৃণা, ক্রোধ!
জাগবে সবার বোধ!