ইলিক ঝিলিক রোদের মেয়ে
লুকিয়ে গেলো কই?
দুয়ার খুলে- বাইরে চেয়ে
শুধুই অবাক হই।


আকাশজুড়ে ছড়িয়ে গেছে
কালো রঙের মেঘ,
দমকা হাওয়া হঠাত পেলো
পাগলা ঘোড়ার বেগ!


ঝাপটা লেগে আমের কুঁড়ি
পড়লো কতক ঝরে,
দৌঁড়ে গিয়ে কুড়িয়ে নিতে
মনটা আকুল করে।


পূবের দিকে দেখে এমন
কালবোশেখের সাজ-
মা বললেন- “যাসনে ঘরের
বাইরে তোরা আজ!”


মায়ের নিষেধ একটু ভুলে
যেই বাড়ালাম পা-
মেঘের রাণী খিলখিলিয়ে
ভিজিয়ে দিলো গা!


বিঃদ্রঃ- স্মৃতি ঘেটে পুনরুদ্ধার করা ( হুবহু নাও হতে পারে) এই ছড়াটি ১৯৮৮ সালে বাংলাদেশ চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তর থেকে প্রকাশিত মাসিক "নবারুণ" পত্রিকার কোন একটি সংখ্যায় প্রকাশ হয়েছিল আর সম্মানি হিসাবে আমি পেয়েছিলাম সত্তর টাকা মূল্যের বাংলাদেশ ব্যাংকের একটি চেক।