দিব্য জ্ঞানের আলো ফেলে
যেদিক তাকাই নয়ন মেলে
দেখি আমার বঙ্গবন্ধু
খিলখিলিয়ে হাসে!


ঐ আকাশের গ্রহ-তারায়
পাহাড়, নদী, ঝর্ণাধারায়
পাখ-পাখালির মুক্ত ডানায়
দেখি সবুজ ঘাসে!


বন-বনানী তরুর ছায়ায়
ফুল-ফসলের স্নিগ্ধ মায়ায়
তাঁর হাসিটাই লেপ্টে আছে
তাঁর ছবিটাই ভাসে!