শহরে থেকে তুমি বন্ধু
বড়াই করো কিসে?


আমি থাকি পাড়া গাঁয়ে
চড়ে বেড়াই ডিঙ্গিনায়ে
নিত্য দেখি ফড়িং নাচে
ধান-কাউনের শীষে।


বন বাদারে বেড়াই ঘুরে
কন্ঠ মিলাই পাখির সুরে
অস্তরাগের আভা হেথায়
গাছের পাতায় মিশে।


তাজা ফসল সতেজ বায়ু
নিত্য বাড়ায় জীবন আয়ু
পল্যুউশনের শহরটাতে
বাতাস মাখা বিষে।


তবুও তুমি শহর নিয়ে
বড়াই করো কিসে?