ধর্ম মেনেই বর্ম রাজা
‘মানব-ভাজা’ খান
উজির-নাজির অস্তি খেয়ে
স্বস্তি, সিনা টান!


বাঁচার আশে উর্ধ্বশ্বাসে
কেউবা করে ‘রান’
কোথায় র’লো আল্লা-রসুল
কোথায় ভগবান!


ধর্মের চেয়ে কর্ম বড়
গাই কর্মের গান
বর্ম রাজের কর্ম দেখে
হুলো নাচায় কান!