লছি দাদা শুনুন তবে
মিয়া বাড়ির গল্প-
বড় থালা বিছিয়ে শেষে
পেলাম ভাগে অল্প।
কুড়ি খাসি, চৌদ্দ গরু
বারো মহিষ জবাই
ছোট বড় সেদিন জড়ো
ছিল গাঁয়ের সবাই


হিসাব করে দেখি পাবো
জনে আধা সের-
তার পরেও গোশত কিছু
থেকে যাবে জের-
আধাসের তো গোশত পাবো
সবজি ও ডাল সাথে
কেমন করে নেবো ওসব
এত্তটুকুন পাতে।


দৌঁড়ে গিয়ে বাড়ি থেকে
গামলা নিয়ে আসি
লোকের হাতে থালা দেখে
মনে মনে হাসি
পরিশেষে খাবার বসে-
দু’চামচ পাই ভাত
হাড্ডি সমেত দুই টুকরো
গোশত পেলাম সাথ!