বুদ্ধিটাকে সুদ্ধি করে-
লাগাও যদি কাজে;
বকবে না কেউ বাজে!
বরং আরো প্রশংসাই
জুটবে মাঝে মাঝে!


ছল-চাতুরি, জুয়া-চুরি
বুদ্ধি তাতেও লাগে!
মগজ খাটাও আগে-
সুনাম নাকি কুনাম নেবে
তুমি নিজের ভাগে!


লুকোচুরি যতোই করো
পড়তে হবে- ধরা,
নয় সেটা মশকরা!
হয়তো সেদিন মূল্যটাও
দিতেই হবে চড়া!


বুদ্ধি তোমার আছে বলে-
তুমি যে বুদ্ধিমান,
লাগাও আরো শান!
এবং সেটা সঠিক পথে-
দেশকে করো দান!