চন্দনবাবু


আমাদের গাঁয়ের চন্দনবাবু
রন্ধনে খুবই পাকা-
কাহারো বাড়িতে তামদারী হলে
লাগেনা তাহারে ডাকা!


নিজে থেকে আসেন ছুটে
রান্না সাজান- কেটেকুঁটে!
এতো খাটুনির বিনিময়ে তিনি-
নেন না কখনো টাকা!
===============


উড়োচিঠি


খবর এলো পরশু
এক উড়োচিঠিতে
চাঁদ নাকি নেমেছে
ভ্যাটিকানসিটিতে!


সে খবরে গণিমিয়া
পড়ে গেছে ফান্দে
খোকা যাবে দেখতে
পা ছুঁড়ে কান্দে!
===============