জাত ধুয়ে জল খাও,
তাতে যদি বল পাও,
করে যাও চেষ্টা।
জাতে জাতে ভিন্ন,
হোক মায়া ছিন্ন,
মিটে যাক তেষ্টা!


ঝাল-ঝোল নামতা,
করো কেন আমতা,
কেঁচে দাও কেসটা।
ঝুলি ভরা পূণ্য,
হাঁড়ি-কুড়ি শূন্য,
দেখে যাও শেষটা।


কক্ কক্ কুড়কা,
লেগে যাক হুড়কা,
করবে কী মেষটা?
যাই ওরা পাচ্ছে
ওভাবেই খাচ্ছে
চেটে-পুটে দেশটা।।
-----------------