একুশ ছিল মাতৃভাষার দাবি,
কালের পরিক্রমায়-
একুশ হল স্বাধীনতার চাবি!


একুশ ছিল বাংলা ভাষার গান
যে গান শুনে-
জেগে ওঠে লক্ষ-কোটি প্রাণ।


একুশ শেখায় আন্দালেনর সুর
আরও শেখায়-
পারি দিতে রক্ত সমুদ্দুর!


একুশ ছিল চেতনার এক বাঁশি
সেই চেতনা
বুকে নিয়ে-দেশকে ভালবাসি।


===================================
প্রকাশিত : দৈনিক ভোরের কাগজ
তারিখ    : ২০/০২/২০২৩ ইং
লিঙ্ক      : https://ebhorerkagoj.com/city/2023/02/20/9