আগাছার বাড় বেশী
অসতের জোর;
সেই গলা উচু করে
যেই কলা চোর!


চোর আর ছেঁচোরেরা
লুটেপুটে খায়!
টু-কথাও কইছে না
আম-জনতায়!


জনতার ‌‌‌তা' কমেছে
গায়ে নেই বল;
হা করে দেখে শুধু
চোখ ভরা জল!