আমাদের দেশ
. চলিতেছে বেশ
ক্ষমতার সুযোগ যে পাচ্ছে
কামড়ে-চুষে তাকে খাচ্ছে!
যার যেটা মিলছে
টপাটপ গিলছে
তবু কারো ভরছে না পেট
ওরা যেন পেটুকের শেট!
জনতার মত খায়
আইন-আদালত খায়
গলি-রাজপথ খায়
হাঁড়ি খায় বাড়ি খায়
নামিদামি গাড়ি খায়
খেতে কেউ করছে না
এতটুকু লেট!
ডান-বাম সব করে
খাওয়া নিয়ে মব করে
ধরে কেউ খপ করে
পারাপারি মারামারি
কাড়াকাড়ি তাড়াতাড়ি
যেন... দ্রুত বন্ধ
হয়ে যায় গেট!