সমুখে চোর পেছনে ডাকাত
মাঝামাঝি আছি আমরা,
কেউ চুরি করে দুঃস্থের চোখ
কেউ খুলে নেয় চামড়া।


পাটা আর পুতা ঘষাঘষি করে
হলুদ-মরিচ কাঁন্দে,
বাঘ! বাঘ! বলে কপচাই যতো
ততোটাই পড়ি ফাঁন্দে!


তক্তের চেয়ে- রক্তের দাম
এই বাজারে সস্তাই,
শহীদ-গাজীর লোভ-লালসায়
সব হারিয়ে পস্তাই।


পস্তানো ছাড়া অভাগা জাতির
আর নাই বুঝি মুক্তি!
চোর ও ডাকাত ওরা ভাই ভাই
শেষতক মানি যুক্তি।।