কানাই মামার ধানাই-পানাই
জানাই যদি আছে-
ঢাক বাজিয়ে আগ বাড়িয়ে-
ঘেঁষবি কেনো কাছে?
আগে পরে লোভের ঘরে
দৌঁড়ে বেড়ায় ছুঁচো!
চড়বি গাছে ভরবি পকেট
ডাল কতোটা উচো-
দেখবি না, তুই লেখবি যদি
উল্টো সুরের গীতি
জোর করেও তোর সাথে নয়
সখ্যতা, সম্প্রীতি ।|।