.                  ভাই
              কী আর বলি-
       সত্য বললে মা’ মার খায়
না বললে বাবাকে খেতে হয়- হারাম
লোকে যেটা ভাবে সুখ কিংবা আরাম
      আমি সেখানে-ই নিরুপায়
              সমঝে চলি
                  তাই!


                  এই
            কে কি ভাবছে
        ভাবুক তার মতো করে
আমার কি আসে যায় সেই সব শুনে
আমি হিসাব করছি- পান আর চুনে
         কে কাকে আষ্টে ধরে
              সত্য মাপছে
                  সেই।