চৈতি-
মনে পড়ে ছোট্টবেলায়-
আমারে কি কইতি?
খেলার ছলে তুই না কতো
আমার বধূ হইতি!


আঁখি, মিলন, সুজন, বাদল
মৌরী, লিমা, জুঁই,
আশরাফুল আর বিনতিকে কি
ভুলে গেছিস তুই?


মায়ের ধোয়া শাড়ি পড়ে
তেঁতুল গাছের তলে;
ঘর-গিরস্তি খেলেছি কতোই
আমরা দলে দলে!


পুতুল মেয়ের বিয়ে দিতে
হতিস পেরেশান-
সবাই মিলে গীত গাইতি
মুখে মিষ্টি পান!


ধুলোমাটির কোড়মা-পোলাও
আহা সেকি স্বাদ!
মিছে খেয়েই তুলছি ঢেঁকুর-
কেউ পরিনি বাদ!


এমনি কতোই স্মৃতির নদে
সাঁতার কাটি রোজ!
চৈতিরে তুই কোথায় আছিস,
পাইনা যে তোর খোঁজ!


০৪.০৮.২০১৮, লালমনিরহাট।