দুঃখ যাদের নিত্যসাথী
তাদের কথা ছাড়ো,
যাদের পোয়াবারো-
দুর্দিনকে পুঁজি করেই
উপরে ওঠে আরো,
কঙ্কালসার হাড়-হাড্ডি
রক্ত চোষে তারও,
তাদের বিষয় ঝাড়ো
তোমরা যদি পারো!


হা করলে হামলে পড়ে
ধরবে চেপে টুটি,
দ্বীন-দুনিয়ার ছুটি,
যতই কর হাম্বু-তাম্বু
যতই বাঁধো জুটি
এ সমাজে তাদের চেনে
সবাই মোটামুটি
আমরা চুনোপুঁটি!
উপড়ে দিবে খুঁটি!