নিদারুণ তথ্য! কী... দারুণ কথা!
নির্ভেজাল সত্যের নাই  স্বাধীনতা!
সর্বদা চাপা পড়ে এখানে ওখানে!
জ্ঞানী-গুণী মাত্রেই খুব ভাল জানে!


জেনেও কি হবে লাভ? নেই প্রতিকার!
ফসলের চেয়ে বেশি আগাছার বাড়!
মাটিতেও পৌঁছে না রৌদ্রের তাপ!
ঘাড় পেতে কারা নেবে অসহন চাপ?
রুধিরেও হই যদি খুব মাখামাখি!
চাপ নেই তাপ নেই চুপচাপ থাকি।