নিজকে নিয়ে ব্যস্ত নিজে
লিখছি নিজের কাব্য,
সময় কোথায় একটু আমি
অন্য কথা ভাববো?


দেশ চলেছে দেশের মতন
সময় তাকে চালাচ্ছে?
এই হলো না, ঐ হলো না,
খামাখা কেউ ফালাচ্ছে!


ফাল পেড়ে কি জাল বিছাবি?
বদলে দিবি অবস্থা?
সবকিছু ঠিক করাই আছে
যাবে টাকা ক’বস্তা?


টাকার গুনে চেয়ার পেয়েছি
সেই কথা কি মিথ্যে?
তাইতো কিছুর দায় রাখি না
থাকি মাখন-ঘৃত্যে।


বাঁচলে নিজে বাপেরই নাম
মানছি সেটাই সত্য,
নিজের ভালো জগত আলো
আর কী দেবো তথ্য?