কোন জনমে কে শুনেছে      কারোর থাকে পোষা ভূত!
শিবেন দাদু জানেন যাদু       মনের ভিতর খুঁতুর খুঁত!
এ ধনজয় পায়না রে ভয়       যায় না তবু  কাছে তাঁর।
আগু-পিছু  একটা কিছু           সত্যি যদি  আছে তাঁর!


রাত্রি নিশি  চন্দ্রা পিসি            একদিন চুল বাঁধছিলো;
শুনতে পেলেন হেলেন! হেলেন! বলে কেবা কাঁদছিলো!
চুপটি করে দাদুর ঘরে           উঁকি দিয়ে দেখেন যেই;
লেপের ওমে দাদু ঘুমে        কোথাও কেউ, কিচ্ছু নেই!


অন্য দিনে মুড়কি কিনে-         নিতাই বাড়ি ফিরছিলো;
রঘুর সাথে সন্ধ্যা রাতে।        লোকজনেরও ভীড় ছিলো!
লালের খালে নিয়ন তালে-     একটা আলো জ্বলছিলো!
দাদুর নাকি যাদুর ফাঁকি       সব লোকে তাই বলছিলো!