হাবলু ও গাবলু ওরা দু’টি ভাই
দাদুর জিনিস ঘেঁটে তাই তাই তাই!
হাবলু দাদুর জুতো যদি পড়ে পায়,
গাবলু তখনই দিবে তাঁর জামা গায়,
গাবলু দাদুর ছড়ি- যদি নেয় হাতে,
হাবলু দু’চোখ ঢাকে তাঁর চশমাতে!
শুনবেনা কারো কথা বলুক যে যাই
দাদুর জিনিস থেকে প্রিয় কিছু নাই!
দাদুর ঘড়িটা- প্রিয় হাবলুর কাছে
হাতে পেলে খুশিতে- ধেই ধেই নাচে
গাবলু দাদুর চেয়ারে বসে দোল খায়
দাদুর জিনিস নিয়ে- দিন কেটে যায়!