দেশ-
তুমি আমার চির-আপন
চির-সুখের রেশ।


তোমায় পেতে- যুদ্ধে যেতে
করিনি সংশয়
তুচ্ছ প্রাণের ভয়!
রক্তগঙ্গা পারি দি’ছি-
সাক্ষী জগতময়!


তোমায় পেতে নেশায় মেতে
সব করেছি পর
ছেড়ে আপন ঘর!
বন-বাদারে অন্ধকারে-
থেকেছি রাতভর!


তোমায় পেতে- রক্ত তেতে
উঠছে বরংবার
মানবো কেন হার?
জন্মেছি মা তোমার কোলে
তুমি অহংকার।