‘দেশটা আমার হইছে ডিজিটাল।’
সেই আনন্দে গহর চাচা-
হাটে মাঠে পাড়ছে ফাল!


কতো বছর হয়নি দেখা-
ছেলে বিদেশ থাকে
বেণীমাধব ঘরে বসেই
দেখছে এখন তাকে!
গাঁও-গেরামে ছড়িয়ে গেছে
অদৃশ্য এক অন্তঃজাল*।।


মোবাইল ফোনে আইছে টাকা
প্রধানমন্ত্রীর দান-
টাকা পাইয়া কলিমুদ্দিন
খুশীতে আটখান!
শেখ হাসিনায় কইছে কথা-
জিগাইছে কী আমার হাল।।


দাদুও এখন শিখছে যাদু
কী আচানক খেল্
ঘরে বসে কাটছে টিকিট
সড়ক কিবা রেল
তাঁর লাগে না লাইনটি ধরা
বললো আমায় গতকাল।।


জায়গা জমির পরচা পেতে
খরচা অনেক কম-
আগের মত হয়রানি নাই
জানলে তা একদম!
হাতের মুঠোয় পেয়ে যাবেন
জীবন জয়ের নানা ঢাল।।


===============
‘অন্তঃজাল’= (নিজের মত করে) ‘ইন্টারনেট’-এর বাংলা রূপ।