গুরুই যদি নিরুপণ করে' ধর্মের সীমারেখা,
অসংগতির ক্ষতচিহ্ন যাবে-ই সেথায় দেখা।
ধর্মভীরু আমরা যারা
প্রভূর প্রেমে দিশেহারা
কিতাব খুলে কেউ দেখিনা কী রয়েছে লেখা!


অন্ধকারের ঘনঘটায় বোধ গিলেছে পাপে!
গুরুর কথায় দুরু দুরু বুকটা ভয়ে কাঁপে।
আর্তজনের স্বার্থ নিয়ে
নিজে থাকেন দুধে-ঘি-এ
র্নিবোধেরে কথার প্যাঁচে রাখেন শুধু চাপে!