পাবেনা কেউ কোথাও খুঁজে
     আলাদিনের জুড়ি;
মা বলেছেন-এই ফাগুনে-
      বয়স হবে কুড়ি!
এরই মাঝে বানিয়েছে সে
       মস্ত বড় ভূঁড়ি!


গান জানেনা, টান শুনে তাই
    বাজায় হাতের তুড়ি!
ওকে নাকি লাই দিয়েছেন-
    পাশের বাড়ির খুড়ি!
আলা শুনে- লাফিয়ে বলে-
    "ধুৎতুরি! ধুৎতুরি!"