ভূমিকা :
একটি খোকা ভীষণ বোকা, একটি চতুর পাঁজি
সুযোগ পেলে বোকার সাথে ধরতো শুধু বাজি!
বরাবর-ই জিৎ হতো তার, বোকা যেতো হেরে,
কোনক্রমেই বোকা খোকা উঠতো নাকো পেরে!
            -----<><><>-----


গল্প :
গল্প যদি শুনবে তবে, নাম রাখি দুই খোকার-
যেমন ধরো চতুর ‘হরি’, ‘কাজল’ রাখি বোকার!
কাজল-হরি একই গ্রামের, এক ইশকুলেই পড়ে-
কাজল হলো ধনীর দুলাল, অভাব হরির ঘরে।


‘দুই বন্ধুর কান্ড যতো’ চলছে সিনেমা হলে-
বাজি হেরে দু’জন গেলো দেখবে সেটা বলে!
যথা সময় উড়লো নিশান, ছবির হলো শুরু!
কাজল প্রাণে হারের দুখে  মেঘের গুরু গুরু-!!


হরিকে সে শিক্ষা দেবেই, উপায় খোঁজে ভেবে,
পরের টাকায় আমোদ করা? বদলাটা সে নেবে।
ঠিক তখনই সামনে দেখে একটি টেকো লোক-
বলে-“হরি এবার না হয়- আরেক বাজি হোক!”


হরি বলে- “আবার বাজি? কী ধরণের বল!
আবারও তুই হেরে যাবি যতোই করিস ছল!”
কাজল বলে-টেকোর মাথায় একটা চাটি দিলে
পেটটা ভরে মিষ্টি খাবো আমরা দু’জন মিলে-


হরি কাশে, মুচকি হাসে, বলে- ‘‘বাজি পাকা!
হারবি এবং মিষ্টি খেতে গোনবি এখন টাকা!’’
কাজল ভাবে মনে মনে- দেখ না মেরে চাটি,
তোর শরীরে ফেরত আসে কেমন তরো ঘা-টি!


(চলবে)