আমি-
ইঁদুর-বেড়াল মারি না!
বাঘ-ভাল্লুক সামনে প’লে
যাই যে তারে দু’পায় দলে
খুব সহজে ছাড়ি না!
এটাও ঠিক- কারো জীবন
অকারণে কাড়ি না!


বলছি যেটা ঝাড়ি না!
এই বিষয়ে- তর্কে গেলে
দেই জ্ঞানীকে দূরে ঠেলে,
কারোরই ধার ধারি না!
সহজভাবে বলতে গেলে-
খুব সহজে হারি না।


আমি-
আসলে কিছুই পারি না
গল্পে থাকি সবার আগে,
কাজে দু’হাত নাড়ি না।