পটে আঁকা ছবির মতন
যেদিক পানে চাও-
সবুজ-শ্যামল শোভা ঘেরা
এই আমাদের গাঁও!


মাঠে মাঠে সোনার ফসল
পুকুর ভরা টলটলে জল
পাবে অঢেল আদোর স্নেহ
যার উঠোনে যাও!
ঠোঁটে লয়ে মধুর হাসি-
জমিতে চাষ করে চাষী
মাটি দেখে নেয় বুঝে সে
ফসল বোনার ভাও!


গাঁয়ের পাশে একটা নদী
চলছে বয়ে নিরবধি-
তার বুকে যে কত মাঝি
বাইছে পালের নাও!
সারাটা দিন পাখির গানে
ছন্দ খুঁজে পাবে প্রানে
ফুলে ফুলে ভ্রমর খেলে-
দেখতে পাবে তাও!!