যত উত্তাপ ছড়িয়ে দাও মাঠে,
যত বদনাম কর বাজার-ঘাটে,
জানা আছে-
সকল জারিজুরি
টলবোনা যে তোমার মন্ত্রপাঠে।


স্বার্থবাদী মীরজাফরের ছাও!
তক্তে বসে- রক্ত চুষে খাও!
তোমার ফাঁদে-
আর দেবো না পা
বিনয় করে যতই সেটা চাও!


শোধ হয়নি একাত্তরের দেনা,
তুমি কে? সেতো আছে চেনা,
আর ঘেঁটোনা-
ভুলের অভিধান
এই দেশটা অনেক মূল্যে কেনা!