একটা সুখের গ্রাম ছিল
দেশজুড়ে তার নাম ছিল
পাখির ঠোটে- গান ছিল
ফুল-ফসলের ঘ্রাণ ছিল।
নদীর বুকে- জল ছিল
গাছে গাছে- ফল ছিল
জনে জনে- টান ছিল
শান্তি সুখের বান ছিল।
হঠাৎ একটা- ঢেউ এল
রাজনীতিবিদ কেউ এল
স্বার্থ লুটের ফেউ এল
সুখের বাগে Hew এল।
কিছু লোকের জান গেল
জ্ঞানী-গুণীর মান গেল
মিথ্যে কথায় কান গেল
প্রেম ও প্রীতির টান গেল।
বিবেক-বুদ্ধি সব গেল
পাখির কল-রব গেল
গাছ-গাছালীর ফল গেল
পুকুর নদীর জল গেল।
তবুও কেউ করছে আশা
কাটবে সকল সর্বনাশা
জমবে আবার ভালোবাসা
আসবে ফিরে সুখের ভাষা।
# ২৮ এপ্রিল ২০২৫, লালমনিরহাট
https://www.facebook.com/photo/?fbid=3523792381084667&set=a.200815450049060