প্রবাহিত জীবনের অনন্য অধ্যায়-আমার
ফ্রেমে বাঁধা শৈশব!
এখন স্মৃতির কপাট খুলে শুধু চেয়ে থাকা!
মাঝে মাঝে খুব ছুঁয়ে দেখতে ইচ্ছে করে!
ইচ্ছে করে লাটাই-ঘুড়ি নিয়ে-
দুপুরের তপ্ত রোদে
আবারও দুরন্ত হয়ে উঠি
বাঁধনহারা ছুটি- মাঠ ঘাট প্রান্তরে!


ইচ্ছে করে ফিরে যাই
প্রথম বসন্তের গোলাপ বাগানে
যদিও...
সময়ের আবর্তে থমকে দাঁড়িয়ে তিস্তা!
আষাঢ়ের ঘনকালো মেঘের গর্জনে
এখন আর ডাঙায় লাফিয়ে ওঠে না
পুকুরের কৈ-মাছগুলো!
এখন দূর থেকে শুধু-
ঝিঙের মাচায় ফিঙের নাচন দেখি-
অবাক বিস্ময়ে!!