এই ফকারাই ফকফকা সব
কালো মুজিব কোটে,
যখন তখন গন্ধ পেলেই
তামদারিতে ছোটে।


নাম-ধারীদের দাম চড়িয়ে-
বাধার প্রাচীর টোটে,
সবার হৃদয় কভার করে-
দলের বাগে ফোটে।


উদ্দীপনার রঙ মেখে দেয়
মানবতার ঠোঁটে
সুযোগ পেলে দু হাত দিয়ে
পরের বেসাত লোটে।