গদ্য জীবন-
পদ্যে তবু সাজাই!
মাঝে মাঝে খুন্তি-হাঁড়ি বাজাই!
পোশাক দেখে-
তোমরা ভাবো রাজা-ই!


ঠান্ডা-গরম-
থাকছি নরম বেশে!
কি আর করি, আছি মগের দেশে!
হা করলেই-
কল্লা নিবেন এসে।


রয়ে সয়ে-
করছি সময় পার!
কোন ভাবে হই নাতো সোচ্চার!
কায়দা করে-
বাঁচিয়ে রাখি ঘাড়!


===========================
প্রকাশিত : দৈনিক দেশতথ্য বাংলা- ০৬/০২/২০২৩