গণতন্ত্রের "গ" যদি হয়... চুরি-
ণ-এর গায়ে কে দেবে সুড়সুড়ি?
বলবে কে আর তন্ত্র নিয়ে- কথা?
জোর-মুলুকে গণের স্বাধীনতা!

দেশে তখন... মূর্খের বাহাদুরী-
বোঝেনা দশ কিংবা কতোয় কুড়ি
সুযোগ পেলেই... লুটেপুটে খায়-
পরের বেসাত তোলে নিজের না’য়!

“গণতন্ত্র” স্বার্থের আরোদ-দারী!
নেতা-নেত্রী সামলে নিজের হাঁড়ি
সাধারণের হয় না তেমন খোঁজ-
গণতন্ত্রের চর্চায়... এটা-ই রোজ!

আজব নেশায় কর্তা হারান হুস!
গণের কাঁধে- বন্দুক রেখে ঠুস!
দাপটে তার তরপে আপন মন-
গণতন্ত্রের শাসন- প্রহসন!