গণতন্ত্রের “গ”-এর মাথা
যখন হবে মোটা
বুঝে নিবেন- কপালে তার
দিতে হবে ফোটা-

এবং সেটা রক্তের
দেশপ্রেমী ভক্তের-

তা না হলে দেখবেন না
ভোরের সূর্য ওঠা;
খোয়া যাবে সয়-সম্পদ
ঘটি-বাটি-লোটা!